images

সারাদেশ

ফেনীতে ছেলের অপরাধের অভিযোগে মায়ের নাকে খত, তদন্তের নির্দেশ

জেলা প্রতিনিধি

০৭ মে ২০২৫, ১০:২৭ পিএম

ফেনীতে কবুতর চুরির অভিযোগ এনে দুই কিশোরের মায়েদের নাকে খত দেওয়ার ঘটনায় তোলপাড় চলছে। মঙ্গলবার (৬ মে) রাতে এ ঘটনায় ভুক্তভোগী এক নারী ফেনী মডেল থানায় ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

বুধবার (৭ মে) ফেনী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, সালিশে প্রধান বিচারকের ভূমিকায় থাকা পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলুকে দল থেকে বহিস্কার করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে ছেলের অপরাধে দুই কিশোরের মায়েদের প্রকাশ্যে নাকে খত দেয়ার বিষয়ে ফেনীসহ বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। সংবাদের উৎসের মাঝে গ্রামে সালিশ ডেকে মায়েদের নাকে খত দেয়ার ঘটনায় মানবাধিকার লঙ্গনের বিষয় প্রতিয়মান হওয়ায় ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অপরাজিতা দাশের আদালত স্বপ্রণোদিত হয়ে ঘটনাটি তদন্ত করে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমানকে নির্দেশ দেন।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান বলেন, পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের খালুর দোকান এলাকায় দুই মাকে নাকে খত দেওয়ার ঘটনায় এক নারী বাদী হয়ে দেলোয়ার হোসেন দেলুকে প্রধান আসামি করে ফেনী মডেল থানায় ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।

এ মামলার অন্যান্য আসামিরা হচ্ছেন, জাহাঙ্গীর আলম, রিসাল, মাঈন উদ্দিন বেনু, গিয়াস উদ্দিন, মাঈন উদ্দিন সোহাগ, আজাদ, অনিক, শামছুর রহমান লাভু, ইব্রাহিম খলিল, বাইট্টা নিজাম, মাঈন উদ্দিন জসিম ও সোহেল। এছাড়াও মামলায় অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করা হয়েছে।

এর আগে, মাথিয়ারা গ্রামের জাহাঙ্গীরের কবুতর চুরির অভিযোগ এনে খালুর দোকান নামক স্থানে ১ মে বৃহস্পতিবার সালিশের আয়োজন করা হয়। পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলুর নেতৃত্বে ওই সালিশে অভিযুক্ত কিশোরদের অপরাধের জন্য তাদের মায়েদের নাকে খত নেয়া হয়। এসময় সালিশের প্রধান বিচারক দেলু চেয়ারম্যান হাতে লাঠি নিয়ে ভয় দেখালে কিশোরদের মায়েরা ভয়ে কাঁদতে কাঁদতে নাকে খত দেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিএনপি থেকে দেলোয়ার হোসেন দেলু চেয়ারম্যানকে বহিস্কার করা হয়।

প্রতিনিধি/ এজে