বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০৭ মে ২০২৫, ০৯:৪০ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলে বিভিন্ন কক্ষের মোট চারজন শিক্ষার্থী থেকে মাদকদ্রব্যসহ আটক করেছে হলের প্রশাসন।
মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ১১টায় বিজয় ২৪ হলে প্রভোস্ট মাহমুদুল হাসান খানের নেতৃত্ত্বে একটি টিম অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করেন।
বুধবার (৭ মে) তাদের হল থেকে বহিষ্কার করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, বিজয় ২৪ হলে প্রভোস্ট টিম কর্তৃক ৪০৫, ৫০৫, ৫১৬ নাম্বার কক্ষের মোট চারজন শিক্ষার্থী থেকে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
৪ শিক্ষার্থী হলেন, নিষিদ্ধ ছাত্রলীগের কুবি সেক্রেটারি পদ প্রত্যাশী ও ছাত্রলীগ নেতা রেজা এলাহীর কর্মী সিএসই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফুল ইসলাম একই ব্যাচের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আরিফ আশরাফ, ফার্মেসী বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফ হোসাইন জিদনী, প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল খান।
হলের একাধিক আবাসিক শিক্ষার্থীর সঙ্গে কথা বললে তারা জানান, ওয়াসিফ নিষিদ্ধ ছাত্রলীগ পদ প্রত্যাশী নেতা ছিল। তাকে হলের জুনিয়র ছেলেদেরকে গাঁজা সাপ্লাই দিতেও দেখা গেছে। আমাদের হলের মধ্যে সে গাঁজার ডিলার নামে পরিচিত ছিল।
এ বিষয়ে বিজয় ২৪ হল প্রভোস্ট ড. মাহমুদুল হাসান খান বলেন, আমরা বিভিন্ন সময় হলের রুমগুলোতে অভিযান চালিয়ে থাকি। প্রক্টরিয়াল বডি ও গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আজকে আমরা কয়েকটি রুমে অভিযান চালাই। অভিযানে ৪০৫, ৫০৫ ও ৫১৬ নাম্বার রুমের চারজন শিক্ষার্থীর কাছে মাদক তথা গাঁজা পাওয়া যায়।
প্রতিনিধি/ এজে