জেলা প্রতিনিধি
০৭ মে ২০২৫, ০৮:৩২ পিএম
ঢাকার সাভারে পৃথক অভিযানে মাদক ও অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা, ২৫০ গ্রাম হেরোইন ও একটি চাপাতি উদ্ধার।
বুধবার (৭ মে) দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির।
এর আগে, গতকাল মঙ্গলবার (৬ মে) সাভারের কাউন্দিয়া, ভাকুর্তা ও কোন্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার মৃত রতন আলীর ছেলে মো. ফালান (৪৫), সুনামগঞ্জের জামালগঞ্জ থানার কোকরাবুশি এলাকার মো. মুসা মিয়ার ছেলে মো. মনির (২২), যশোর সদরের ওহিদপুর এলাকার মো. শুক্কুর আলীর ছেলে ওহিদুল ইসলাম আরিফ (২০) এবং সাভারের হেমায়েতপুর এলাকার মো. আল আমীনের ছেলে মো. হৃদয় (২১)।
সংবাদ সম্মেলনে এএসপি শাহিনুর কবির বলেন, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের কাউন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. ফালান (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয় এসময় তার ভাড়া বাড়ির কক্ষে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অন্যদিকে গতকাল মধ্যরাতে সাভারের ভাকুর্তার চুনারচর এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একটি ধারালো চাপাতিসহ মনির (২২), আরিফ (২০) ও হৃদয় নামে ৩ ছিনতাইকারীকে আটক করা হয়। এছাড়া একইদিন দুপুরে সাভারের কোন্ডা দাসপাড়া এলাকার হোসনে আরা বেগমের মালিকানাধীন ভাড়া বাসার একটি কক্ষে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জোহারুল ইসলাম (৩১) নামে এক মাদক কারবারি পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৬ লাখ টাকা। আটককৃতদের মাদক ও ছিনতাই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এসময় উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন।
প্রতিনিধি/এজে