জেলা প্রতিনিধি
০৭ মে ২০২৫, ০৭:৪৫ পিএম
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নেত্রকোনা জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট প্রদানে দালালদের মাধ্যমে ঘুস দাবিসহ গ্রাহক হয়রানির অভিযোগে এক অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম।
বুধবার (৭ মে) দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের সহকারী পরিচালক মো. ভুলু মিয়ার নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে।
এ সময় বিআরটিএ নেত্রকোনা জেলা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারি পরিচালক জিএম নাদির হোসেন উপস্থিত না থাকলেও মোটরযান পরিদর্শক রুহুল আমিনসহ অন্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে নেত্রকোনা বিআরটিএ কার্যালয়সহ আশপাশের কিছু ফটোস্ট্যাট ও কম্পিউটারের দোকানে তল্লাশি চালিয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে দুদক কর্মকর্তারা।
অভিযান শেষে দুদক সহকারি পরিচালক মো. ভুলু মিয়া জানান, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট প্রদানে দালালদের মাধ্যমে ঘুস দাবি, গ্রাহক হয়রানি, অবৈধভাবে আর্থিক লেনদেন, দালাল শ্রেণির দৌরাত্ম্যসহ নানান অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও প্রমাণাদির ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রতিনিধি/ এজে