জেলা প্রতিনিধি
০৭ মে ২০২৫, ১০:০৬ এএম
চট্টগ্রামের মিরসরাইয়ে হাঁস নিয়ে ঝগড়ার জেরে এস এম ফজলুল করিম (৭০) নামের এক বৃদ্ধকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফজলুল করিম ওই এলাকার হামিদ মুহুরী বাড়ির মৃত শেখ আহমদের ছেলে।
জানা গেছে, হাঁসের মালিকানা নিয়ে পাশের বাড়ির ফয়েজ উল্ল্যার ছেলে মো. জাকারিয়া জাহেদের সঙ্গে ফজলুল করিমের কথা কাটাকাটি হয়। জাকারিয়া ওই বৃদ্ধকে কিলঘুষি দেওয়ার এক পর্যায়ে গলা টিপে ধরলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ফজলুল করিমের ছোট ভাই বজলুল করিম জানান, গত দুই দিন আগে আমার ভাইয়ের ৪/৫ টি হাঁস নিয়ে বাড়িতে আটকে রাখেন তারা। গত সোমবার বিকেলে ফজলুল করিমের স্ত্রী ফয়জুল্লাহর ঘরে গিয়ে হাঁসগুলো নিয়ে আসেন। বিষয়টি নিয়ে আজ সকালে ফজলুল করিমের সঙ্গে ফয়জুল্লাহর ছেলে মো. জাকারিয়া জাহেদের (৩৫) বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে জাকারিয়া আমার ভাই করিমের গলা টিপে ধরেন। গলা টিপে ধরায় অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। এই ঘটনায় আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ফারজানা ইসলাম বলেন, দুপুরে এসএম ফজলুল করিম নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এদিকে ঘটনার পর থেকে মো. জাকারিয়া জাহেদ পলাতক রয়েছে। এই বিষয়ে জানতে তার ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল দিয়েও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
যোগাযোগ করা হলে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, মায়ানীতে কথা কাটাকাটির এক পর্যায়ে গলা টিপে এসএম ফজলুল করিমকে হত্যা করা হয়েছে। অভিযুক্ত আটকের অভিযান চলছে।
তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা করবেন বলে আমাকে জানিয়েছে।
প্রতিনিধি/এসএস