জেলা প্রতিনিধি
০৭ মে ২০২৫, ০৮:১৫ এএম
সুনামগঞ্জের পূর্ব নতুনপাড়ায় নেশাগ্রস্ত এক যুবক মহল্লায় লোকদের গালিগালাজ করছিল। এতে বাধা দেয়ায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে খুনের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৬ মে) বিকেলে পৌর শহরের পূর্ব নতুন পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী আব্দুল মুবিন (৫৬) পূর্ব নতুন পাড়ার মৃত শামসুল হকের ছেলে।
তবে ইতোমধ্যে ঘাতক রিদয় বণিককে (৩২) বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নেশাগ্রস্ত অবস্থায় ঘাতক রিদয় বণিক পূর্ব নতুন পাড়া এলাকা দিয়ে যাতায়াত করা সব পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে খারাপ আচরণ করলে তার প্রতিবাদ করেন আব্দুল মুবিন। ফলে এক পর্যায়ের দু’জনের মধ্যে কথা-কাটাকাটি জেরে ঘাতক রিদয় বণিক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে রাস্তায় তার মৃত্যু হয়।
![]()
তবে এ ঘটনায় ইতোমধ্যে সুনামগঞ্জ সদর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে শহরে পূর্ব নতুন পাড়ার নিজ বাসা থেকে ঘাতক রিদয় বণিককে গ্রেফতার করেছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম বলেন, নেশাগ্রস্ত অবস্থায় রিদয় বণিক রাস্তা দিয়ে যাওয়া পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে খারাপ আচরণ করলে নিহত আব্দুল মুবিন তার প্রতিবাদ করেন। এক পর্যায়ে ঘাতক থাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তার মৃত্যু হয়।
প্রতিনিধি/এসএস