images

সারাদেশ

রাজশাহীতে পল্লী চিকিৎসককে রড দিয়ে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি

০৬ মে ২০২৫, ০২:১০ পিএম

রাজশাহীর পুঠিয়ায় এক পল্লী চিকিৎসককে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গত ২৬ এপ্রিল উপজেলার শেরপাড়া এলাকায় তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

মঙ্গলবার (৬ মে) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম মো. নীলু (৫০)। তিনি পুঠিয়ার শেরপাড়া এলাকার বাসিন্দা। এলাকায় পল্লী চিকিৎসক হিসেবে তিনি পরিচিত ছিলেন। পুঠিয়ার ঝলমলিয়া বাজারে তার ব্যক্তিগত চেম্বার ছিল। সেখানে তিনি রোগীদের ওষুধপত্র ও চিকিৎসা দিতেন।

আরও পড়ুন

সুনামগঞ্জে তুচ্ছ ঘটনায় ছুরিঘাতে কিশোর নিহত

নিহত নীলুর স্ত্রী জলি বেগম পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী। তিনি জানান, গত ২৬ এপ্রিল তার স্বামীর সঙ্গে প্রতিবেশী লুৎফর রহমান ও লুৎফরের জামাইয়ের কথা কাটাকাটি হয়।

জলি বলেন, একপর্যায়ে আমার স্বামীর ওপর তারা হামলা চালায়। লুৎফর তার লোকজনকে ডেকে লোহার রড ও ধারাল অস্ত্র দিয়ে আমার স্বামীকে আঘাত করে। এতে মারাত্মক আহত অবস্থায় তাকে ওইদিন রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৬ মে) সকাল আটটার দিকে তিনি মারা গেছেন। বাড়িতে যাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জলি বেগম।

পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, ঘটনাটি আমি শুনেছি। নিহতের পরিবার থানায় মামলা করবে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস