জেলা প্রতিনিধি
০৬ মে ২০২৫, ০১:২৫ পিএম
বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের চিংম্রা খেয়াং নামক এক নারীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব ও সতর্কতার সঙ্গে কাজ করছে।
মঙ্গলবার (৬ মে) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, চিংম্রা খেয়াংয়ের মৃত্যুর ঘটনাটি দুর্ঘটনা, না কি এটি একটি হত্যাকাণ্ড তা নির্ণয়ের জন্য মৃতদেহের ময়নাতদন্ত করা হচ্ছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে ভুক্তভোগী জুম চাষের উদ্দেশে পার্শ্ববর্তী পাহাড়ে গিয়েছিলেন। তবে দুপুরে তিনি না ফেরায় পাড়ার লোকজন খোঁজাখুঁজি শুরু করে এবং একপর্যায়ে জঙ্গলের মধ্যে তার মরদেহ খুঁজে পায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। প্রশাসনের প্রতি আস্থা রাখার আহ্বান জানান জেলা প্রশাসক।
![]()
পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার জানিয়েছেন, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তিনি জানান, ভুক্তভোগীর স্বামী সুমন খেয়াং থানায় মামলা দায়ের করেছেন এবং ঘটনার তদন্তে বুধবার (৭ মে) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জিনিয়া চাকমা ঘটনাস্থল পরিদর্শনে যাবেন।
পুলিশ সুপার আরও বলেন, মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ সতর্কতার সঙ্গে কাজ করছে। পাশাপাশি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবার সহযোগিতা চেয়েছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আব্দুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জিনিয়া চাকমা, এনডিসি আসিফ রায়হানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
মঙ্গলবার বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক শামীম আরা রিনি ও পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার বক্তব্য দিচ্ছেন।
প্রতিনিধি/এসএস