images

সারাদেশ

দিনাজপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি

০৬ মে ২০২৫, ০৬:৩৫ এএম

দিনাজপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক অজ্ঞাত নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। সোমবার (৫ মে) সন্ধ্যায় দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলার নশিপুর জামতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দশমাইল হাইওয়ে পুলিশের এসআই রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে নূরানী ট্রাভেলসের একটি বাস রংপুরে যাচ্ছিল। পথিমধ্যে নশিপুর জামতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টা বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে দশমাইল হাইওয়ে, কোতয়ালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত ৪৫ বছর বয়সী এক নারীকে মৃত ঘোষণা করেন। 

দুর্ঘটনায় বাসের ১৫ জন আহতদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ভর্তি পরীক্ষার্থী রয়েছেন। 

হাইওয়ে পুলিশের এসআই রেজাউল ইসলাম জানান, এ ঘটনার পর দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রতিনিধি/এফএ