জেলা প্রতিনিধি
০৫ মে ২০২৫, ০৯:৪৫ পিএম
বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের একটি গহীন জঙ্গল থেকে চিংমা খেয়াং (২৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবি, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।
সোমবার (৫ মে) বিকেলে তিন্দু ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মংখ্যং পাড়া সংলগ্ন পাহাড়ি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চিংমা খেয়াং একই এলাকার বাসিন্দা সুমন খেয়াংয়ের স্ত্রী এবং তিন সন্তানের জননী।
স্থানীয়দের ভাষ্যমতে, চিংমা খেয়াং সকালে জুম চাষের জন্য পাহাড়ে যান, কিন্তু দুপুর গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় স্থানীয়রা তাকে খুঁজতে বের হন। খোঁজাখুঁজির একপর্যায়ে তারা জঙ্গলে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখতে পান এবং তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
স্থানীয়রা ধারণা করছেন, চিংমা খেয়াংকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন, চোখ উপড়ে ফেলা এবং রক্তাক্ত অবস্থায় পাওয়া যাওয়ার কারণে তাদের এই আশঙ্কা আরও শক্তিশালী হয়েছে। তবে পুলিশ তদন্তের পরই বিষয়টি স্পষ্ট হবে।
তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা ঢাকা মেইলকে জানান, ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম এবং নেটওয়ার্কবিহীন এলাকা। খবর পেয়ে তিনি পুলিশকে অবহিত করেন এবং তাদের নিয়ে ঘটনাস্থলে রওনা হন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জিনিয়া চাকমা ঢাকা মেইলকে জানান, থানচি উপজেলা সদর থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরে ওই এলাকায় নারীর মরদেহ পাওয়া গেছে—এমন খবর পেয়ে পুলিশ একটি দল সেখানে পাঠিয়েছে। প্রাথমিকভাবে বলা যাচ্ছে না ঘটনাটি ধর্ষণ ও হত্যার কিনা। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।
প্রতিনিধি/একেবি