images

সারাদেশ

জ্বালানি তেল পরিমাণে কম দেওয়ায় ৪ দোকানিকে জরিমানা 

জেলা প্রতিনিধি

০৫ মে ২০২৫, ০৬:৫০ পিএম

শেরপুরের ঝিনাইগাতী সদর বাজারে বেশ কয়েকটি দোকানে বেআইনিভাবে অকটেন, পেট্রল, ডিজেল বিক্রি এবং পরিমাণে কম দেওয়ায় ৪ দোকানিকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ মে) দুপুরে ময়মনসিংহ বিএসটিআই টিম ও উপজেলা প্রশাসন যৌথ এ অভিযান পরিচালনা করেন। 

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল।

এ সময় দোকানের লাইসেন্স না থাকা ও পেট্রোল পরিমাণে কম দেওয়ার অপরাধে ২টি দোকানে ১০ হাজার টাকা করে, একটিতে ৫ হাজার টাকা এবং অন্যটিতে ২ হাজার জরিমানা করা হয়। মোট ৪টি দোকানে ২৭ হাজার টাকা জড়িমানা আদায় করা হয়েছে । 

আশরাফুল আলম রাসেল বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে দোকানের সামনেই বোতলে প্রকাশ্যে পেট্রল, ডিজেল ও অকটেন বিক্রি করছেন দোকানিরা। এবং বিএসটিআই টিম এসব দোকানে গ্রাহকদের তেল পরিমাণে কম দেওয়ার সত্যতা পেয়েছে। এমন অভিযান অব্যহত থাকবে।

প্রতিনিধি/ এজে