জেলা প্রতিনিধি
০৫ মে ২০২৫, ০৪:২০ পিএম
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় এখন পর্যন্ত ২৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।
সোমবার (৫ মে) মামলার ষষ্ঠ দিনে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর আলাউদ্দিন, প্রধান অভিযুক্ত হিটু শেখের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণকারী বিচারক সব্যসাচী রায়, মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী কর্মকর্তা আনজুমান আরা।
মোট ৩৭ সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ২৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মামলাটি দ্রুত নিষ্পত্তির স্বার্থে প্রতিদিন সাক্ষ্য গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। এই কারণে আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।
আদালতে হাজির করার সময় প্রধান আসামি হিটু শেখ সাংবাদিকদের উদ্দেশ্যে চিৎকার করে তার পুত্রবধূ এবং আকাশ নামের একজনকে জিজ্ঞাসাবাদের আবেদন জানান।
হিটু শেখ ইতোপূর্বে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে নিজের দোষ স্বীকার করলেও, গত ২৩ এপ্রিল চার্জ গঠনের দিনে তিনি ও অন্যান্য আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। ফলে লিগ্যাল এইডের মাধ্যমে তাদের পক্ষে আইনজীবী সোহেল আহমেদকে নিয়োগ দেওয়া হয়।
আছিয়ার পক্ষে বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) মনজুরুল ইসলাম মুকুলসহ একটি প্যানেল আইনজীবী মামলাটিতে অংশগ্রহণ করছেন।
প্রতিনিধি/একেবি