জেলা প্রতিনিধি
০৫ মে ২০২৫, ০৪:০৩ পিএম
বাগেরহাটে দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সদস্যরা।
সোমবার (৫ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জজ আদালতের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক এফ. এম. জাহাঙ্গীর হাসান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির অঞ্জন কুমার দাস, আবুল বাশার, ইমতিয়াজ শাওন প্রমুখ।
বক্তারা বলেন, বিচার বিভাগীয় কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে থাকেন। অথচ তাদের পদোন্নতি, বেতন ও ভাতাসহ বিভিন্ন ক্ষেত্রে চরম অসঙ্গতি রয়েছে। এসব সমস্যার দ্রুত সমাধান এখন সময়ের দাবি। সরকার অতি দ্রুত আমাদের দাবি মেনে নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
বিচার বিভাগীয় কর্মচারীদের দাবিগুলো হলো—
প্রতিনিধি/একেবি