images

সারাদেশ

ভোটারদের উপস্থিতি নিয়ে আশঙ্কা দূর হয়নি: কায়সার

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন ২০২২, ১১:১১ এএম

ভোটারদের উপস্থিতি নিয়ে যে আশঙ্কা, তা এখনো দূর হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি থেকে বহিষ্কার হওয়া কুসিকের মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। 

বুধবার (১৫ জুন) নগরির রানীর দীঘির পাড় ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কায়সার বলেন, ভোটকেন্দ্রে মানুষ আসা শুরু করেছে। তবে ভোটারদের উপস্থিতি নিয়ে যে আশঙ্কা ছিলো তা এখনো দূর হয় নেই। 

এবার অনুষ্ঠিত হচ্ছে কুসিকের তৃতীয় নির্বাচন। আলোচিত এই ভোট যুদ্ধে মেয়র পদে লড়ছেন পাঁচজন। তবে তাদের মধ্যে আলোচনায় আছেন সিটি করপোরেশনটির দুইবারের মেয়র বিএনপি থেকে বহিষ্কৃত (সদ্য পদত্যাগী) মনিরুল হক সাক্কু ও আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। 

২৭ ওয়ার্ডে মোট ১০৮ জন কাউন্সিলর, ৩৬ জন সংরক্ষিত কাউন্সিলর ও পাঁচজন মেয়র প্রার্থী লড়ছেন ভোটযুদ্ধে। আর পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে সিটির মোট ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটযুদ্ধ চলছে। 

কুসিক নির্বাচনে এবার ভোটার সংখ্যা দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে দুইজন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন।

কারই/এএস