images

সারাদেশ

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মশাল মিছিল

জেলা প্রতিনিধি

০৪ মে ২০২৫, ১১:৫৮ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে গাজীপুরে হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র জনতা।

রোববার (৪ মে) রাতে শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে একটি মশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণ) মো. আতাউল্লাহ্, সংগঠক জিহান মাহমুদ, জেলা এনসিপি সদস্য জয়ন্তী বিশ্বাস, আজিজুর রহমান লিটন, ছাত্র জনতার পক্ষে হাইমিনুল আজবীন, বোরহহান উদ্দিন সিয়াম।

বক্তরা বলেন, হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা জুলাই বিপ্লবের ওপর হামলা। দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার না করা হলে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ ও সড়কপথ অবরোধ করে চট্রগ্রাম ও সিলেটের সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে তিনি আহত হন। এই হামলার জন্য ছাত্র-জনতা ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দায়ী করছে। এর প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/জেবি