images

সারাদেশ

বিয়ের চাপ দেওয়ায় পরকীয়া প্রেমিকাকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি

০৪ মে ২০২৫, ০৮:৪৮ পিএম

বিয়ের চাপ দেওয়ায় পরকীয়া প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় করা মামলায় নিজাম উদ্দিন (৪২) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৪ এপ্রিল) দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন। এছাড়া নিজাম উদ্দিনকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নিজাম উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত নিজাম উদ্দিন নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।

মামলার এজহার ও আদালত সূত্রে জানা গেছে, জেলার দুর্গাপুর উপজেলার কমলা খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো নিজাম উদ্দিনের। স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের পর কমলা গাজীপুরের টঙ্গী মিরাবাজার এলাকায় চলে যান। সেখানে একটি পোশাক কারখানায় কাজ করতেন। নিজাম উদ্দিনও টঙ্গী এলাকায় থাকতেন। কাজের সূত্রে নিজাম উদ্দিনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কমলার। সম্পর্কের এক পর্যায়ে বিয়ের জন্য চাপ দেন কমলা। এতে ক্ষিপ্ত হয়ে কমলাকে হত্যার পরিকল্পনা করেন নিজাম। পরে পরিকল্পনা অনুযায়ী ২০২২ সালের ১৮ নভেম্বর বিকালে কমলাকে গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলায় নিয়ে যাওয়ার জন্য বের হন নিজাম। রাতে তাকে হত্যা করে লাশ সড়কের ওপর ফেলে রেখে চলে যান। পরদিন (১৯ নভেম্বর) সকালে পূর্বধলার খলিসাউড়া গ্রামের রাস্তার ওপর কমলার লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ ঘটনায় হত্যার শিকার কমলার ভাই নিজাম উদ্দিন বাদী হয়ে পূর্বধলা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশের তদন্তে নেমে হত্যার রহস্য উদঘাটন করা হয়। এরপর পুলিশ নিজাম উদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। সাক্ষী গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আজ রোববার আদালত নিজাম উদ্দিনকে মৃত্যুদণ্ড দেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আবুল হাসেম বলেন, কাজের সূত্রে বিধবা কমলার সঙ্গে নিজাম উদ্দিনের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের জন্য চাপ দেওয়ায় পরিকল্পনা করে গ্রামের বাড়িতে গিয়ে কমলাকে হত্যা করেন। অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই মামলার একমাত্র আসামি নিজাম উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

প্রতিনিধি/একেবি