images

সারাদেশ

‘প্রশাসনে ‘ফ্যাসিবাদের দোসর’ থাকলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়’

জেলা প্রতিনিধি

০৪ মে ২০২৫, ০৭:৫৫ পিএম

বিএনপি নেতারা বলেছেন, প্রশাসনের বিভিন্ন স্তরে যারা ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে কাজ করছে, তাদের অপসারণ ছাড়া দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

রোববার (৪ এপ্রিল) যশোরে এক শ্রমিক সমাবেশে তারা এ মন্তব্য করেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, ‘প্রশাসনের সর্বস্তরে এখনো ফ্যাসিবাদের দোসররা অবস্থান করছে। তাদের অবিলম্বে অপসারণ করতে না পারলে দেশে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র নিশ্চিত হবে না।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রের সব স্তর থেকে ফ্যাসিবাদী শক্তিকে সরিয়ে দিয়ে দ্রুত একটি গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, যাতে জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার গঠন সম্ভব হয়।’

উক্ত বক্তব্য তিনি দেন যশোরের খাজুরা ট্রাক স্ট্যান্ডে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত মে দিবস উপলক্ষে এক আলোচনা সভায়। বিএনপির নেতারা সেখানে সরকারবিরোধী অবস্থান ও শ্রমিক অধিকার বিষয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন।

আলোচনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘গত ১৬ বছরে আওয়ামী লীগের শাসনামলে শ্রমিকরা নানাভাবে বঞ্চিত ও নিপীড়নের শিকার হয়েছে। চিকিৎসা, শিক্ষা এবং ন্যায্য মজুরির অভাবে শ্রমজীবী মানুষকে মানবেতর জীবন কাটাতে হচ্ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে এখনো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়নি। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক মুক্তির জন্য আমাদের সংগ্রাম এখনো চলমান।’

বক্তারা জানান, গত বছর জুলাই-আগস্ট মাসে সরকারবিরোধী আন্দোলনের মাধ্যমে কিছু দাবি পূরণ হয়েছে, তবে বাকি দাবি বাস্তবায়নে ভোট ও ভাতের অধিকারের জন্য আন্দোলন অব্যাহত থাকবে।

amit

সভায় সভাপতিত্ব করেন শ্রমিক নেতা হাফিজুর রহমান। এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, আব্দুর রহিম, আব্দার রহমান খান, আসিকুজ্জামান মিঠু, আব্দুর রাজ্জাক ও কাজী আজগর।

বিএনপি দাবি করেছে, দলটির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির মধ্যেই জাতির ভবিষ্যৎ কল্যাণ নিহিত রয়েছে এবং এই কর্মসূচিকে সামনে রেখেই দলটি আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

প্রতিনিধি/একেবি