images

সারাদেশ

কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত ১

জেলা প্রতিনিধি

০৪ মে ২০২৫, ১২:৪৮ পিএম

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে ইয়াছিন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিকভাবে অপর দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ মে) রাত ৯টায় সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর লাকি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত কিশোর ইয়াছিন ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য থেকে জানা যায়, শনিবার সকালে এনায়েতনগর এলাকায় দুই কিশোর গ্রুপের তর্ক-বিতর্ক হলে পরবর্তীতে সেই বিষয়টিকে কেন্দ্র করে রাতে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায় ।

এ সময় ওসমান নামের এক তরুণের ছুরিকাঘাতে ইয়াছিন আহত হলে ঘটনাস্থল থাকা লোকজন দ্রুত নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, তর্কাতর্কির একপর্যায়ে কিশোরকে ছুরিকাঘাত করে অপর কিশোর। এতে ইয়াছিন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ছুরিকাঘাতকারীকে তার ভাই রমজান পালাতে সহযোগিতা করেছে বলে জেনেছি।  এজন্যই রমজানসহ দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে। 

প্রতিনিধি/ এমইউ