images

সারাদেশ / শিক্ষা

রাবি রেজিস্ট্রারের বাসায় ককটেল নিক্ষেপের ঘটনায় মামলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৪ মে ২০২৫, ১০:৪৭ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসউদের বাসায় ককটেল নিক্ষেপের ঘটনায় তিনি বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় মামলা দায়ের করেছেন।

শনিবার (৩ মে) সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক।

এর আগে বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে তার বাসায় দুর্বৃত্তরা একের পর এক ককটেল নিক্ষেপ করে। এ সময় বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। দুর্বৃত্তরা অন্তত চারটি ককটেল নিক্ষেপ করে। সে সময় বাসার মধ্যে রাবি রেজিস্ট্রারের অসুস্থ পিতা, নারী ও শিশু অবস্থান করছিল। তবে কেউ হতাহত হয়নি।

এ ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নিন্দা ও প্রতিবাদ জানাতে থাকেন।

এ বিষয়ে অধ্যাপক মাসউদ বলেন, আমার সঙ্গে কারও ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে, কিন্তু গভীর রাতে বাসায় হামলা করা ন্যাক্কারজনক। যারা হামলা করেছে তাদেরকে তো দেখিনি, তাই আমি অজ্ঞতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছি। আমার বিশ্বাস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিক তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদের শনাক্ত করবেন।

মামলার বিষয়ে নগরীর মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, স্যার বাদী হয়ে অজ্ঞতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনাটি আমরা তদন্ত করছি, যত দ্রুত সম্ভব অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনবো।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচন নিয়ে গত কয়েক দিন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল বিশ্ববিদ্যালয়টিতে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ড. মাসউদ অ্যালামনাই নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন।

প্রতিনিধি/ এমইউ