images

সারাদেশ

আ.লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজশাহীতে এনসিপির বিক্ষোভ

জেলা প্রতিনিধি

০৩ মে ২০২৫, ০৮:১০ পিএম

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (৩ মে) বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলার আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।

মিছিলটি সাহেব বাজার মনিচত্বর এলাকা প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। মিছিলে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ করার দাবিতে নানা স্লোগান দেওয়া হয়। এছাড়া সমাবেশে আওয়ামী লীগের সহযোগী ও দোসরদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা। 

প্রতিনিধি/ এজে