বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০৩ মে ২০২৫, ০৭:২৯ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ সকালে প্রকাশিত হয়েছে। এতে ৬০ এর বেশি নাম্বার পেয়েও ফেল হওয়ার ঘটনা ঘটেছে। যা নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন অনেকে।
জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পাশ নম্বর ৪০। তবে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের তথ্যমতে, ‘সি’ ইউনিটে ৪০ নম্বরের বেশি পেয়েও পৌনে তিন হাজার শিক্ষার্থী ফেল করেছেন। এমনকি ৬১.৫০ নম্বর পেয়েও ফেল করেছেন একজন। যা নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন অনেকে। তবে বিষয়টি খোলাসা করেছেন ইউনিটটির কো-অর্ডিনেটর অধ্যাপক মো. গোলাম মর্তুজা।
অধ্যাপক গোলাম মর্তুজা বলেন, এটা এবারই প্রথম না, এগুলো গত বছরেও হয়েছে। শর্ত হলো আবশ্যক বিষয়ে সর্বনিম্ন ২৫, ঐচ্ছিক বিষয়ে সর্বনিম্ন ১০ এবং টোটাল ৪০ নম্বর পেতেই হবে। এই তিনটা শর্ত পূরণ করলেই একজন পরীক্ষার্থী পাশ করবে। অন্যথায় সে ফেল করবে। অনেকে ৫০-৬০ পেয়েও এই শর্তের যেকোনো একটি পূরণ করতে পারেননি। ফলে ওই সব পরীক্ষার্থী ফেল করেছে।
তিনি আরও বলেন, এই শর্তগুলো নোটিশেও জানানো হয়েছে। এমনকি একজন শিক্ষার্থী যখন আবেদন করেছিলেন সেখানেও এটা বলা ছিল।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল দুই শিফটে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ (৩ মে) সকাল সাড়ে ১১টায় ফলাফল প্রকাশিত হয়। এতে গ্রুপ-১ (বিজ্ঞান)-এর ৪৮ হাজার ১১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯ হাজার ৭৬৩ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৭ হাজার ৫০১ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ৪৪ দশমিক ০১ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৯।
এই ইউনিটের গ্রুপ-২ (বিজ্ঞান)-এর ৪৮ হাজার ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ হাজার ৮৮ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৩ হাজার ৯৩ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ৩২ দশমিক ৬৬ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৪ দশমিক ৫০।
এই ইউনিটের গ্রুপ-৩ (অ-বিজ্ঞান)-এর ২ হাজার ৬০২ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ১১৯ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ৭৩৭ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ৮১ দশমিক ৯৭ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮০।
প্রতিনিধি/এসএস