images

সারাদেশ

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ হরিণ ধরা ফাঁদ উদ্ধার

জেলা প্রতিনিধি

০৩ মে ২০২৫, ০৩:৫৯ পিএম

বাগেরহাটের পূর্ব সুন্দরবের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির বনরক্ষীরা হরিণ শিকারের বিপুল পরিমাণ নাইলনের সুতার ফাঁদ ও একটি নৌকাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।

শুক্রবার (২ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে হরিণ শিকারের এসব সরঞ্জাম উদ্ধার করেন।

জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা হরিণ শিকারিদের অবস্থান শনাক্ত করেন। পরে বলেশ্বর নদের মাঝের চরের পশ্চিম পারে সুন্দরবনে অভিযানে গেলে শিকারিরা টের পেয়ে নৌকা ফেলে গহীন বনে পালিয়ে যায়। এসময় নৌকাটি জব্দ করে তল্লাশি চালিয়ে ছয়টি বস্তায় ভর্তি নিপুল পরিমাণ নাইলনের সুতার ফাঁদ, ১০ মণ বরফসহ হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। 

বন কর্মকর্তা আসাদুজ্জামান আরও জানান, শিকারি দল গভীর রাতে বনে ফাঁদ পাতার প্রস্তুতি নিচ্ছিল। নৌকায় ৫ জন শিকারি ছিল বলে ধারণা করা হয়। পালিয়ে যাওয়া শিকারিদের আটকে রাতে মাঝের চর ও সুন্দরবনের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাদের পাওয়া যায়নি। তবে তাদের আটকে  অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/ এজে