জেলা প্রতিনিধি
০৩ মে ২০২৫, ১২:৫৯ এএম
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে। তাদের মধ্যে একজন এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী রয়েছেন।
শুক্রবার (২ মে) সন্ধ্যা ৬টার দিকে পাটগ্রাম উপজেলার গাটিয়ারপাড় সীমান্তের ৮২৫ নম্বর সাব-পিলারের কাছে এই ঘটনা ঘটে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশি নাগরিক হলেন— পাটগ্রাম উপজেলার মোস্তাক হোসেনের ছেলে রিমন, যিনি এ বছর এসএসসি পরীক্ষার্থী এবং বগুড়া শহরের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম। তারা সম্পর্কে মামা-ভাগনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে তারা পাটগ্রাম সীমান্তে ঘুরতে গিয়েছিলেন। সীমান্তের কাছে একটি চা বাগান দেখে পাশের পুকুর পাড়ে ছবি তোলার সময় বিএসএফের প্রায় ২৫ জন সদস্য তাদের আটক করে নিয়ে যায়।
এই ঘটনার পরপরই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের ফিরিয়ে আনার জন্য রাতেই পতাকা বৈঠকের আয়োজন করে।
পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার জানান, বিজিবি ভারতীয় বিএসএফের সঙ্গে যোগাযোগ রাখছে এবং রাতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনার চেষ্টা চলছে।
উল্লেখ্য, একই দিনে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে বিএসএফ দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেলে স্থানীয়রা দুই ভারতীয় নাগরিককে আটক করে রাখে। পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ওই দুই বাংলাদেশিকে ফেরত দিলে বিজিবি আটক দুই ভারতীয়কে ছেড়ে দেয়।
/এএস