images

সারাদেশ

গোপালগঞ্জে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ

জেলা প্রতিনিধি

০২ মে ২০২৫, ১০:১০ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২ মে) বিকেল উপজেলার চরকুশলী গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- শ্রীবাস বৈরাগী (৩০), বিষ্ণু বৈরাগ (২০), অমল বৈরাগী (৪০), শ্রীবাস বৈরাগী (৩০), অনিমেষ বৈরাগ (২৩), জগন্নাথ বৈরাগী, গৌড় বৈরাগী(৩০), নাসির মোল্লা (৩৫), সাকিব মোল্লা (১৪), শামীম মোল্লা (১৮), তামিম মোল্লা (১৬)। তাদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, টুঙ্গিপাড়া উপজেলার চরকুশলী গ্রামের নাসির মোল্লার পুকুর ঘাটে একই গ্রামের প্রতিবেশী হিন্দু সম্প্রদায়ের লোকজন গোসল করেছিল। সম্প্রতি গোসল করার কারণে পুকুরপাড় ও পানি নোংরা হয়ে যায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে আজ শুক্রবার বিকেলে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে নাসির মোল্লার লোকজনের সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ১১ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, পুকুরে গোসল করা নয়, ধানকাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। কোনো পক্ষ এখনও থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রতিনিধি/ এজে