জ্যেষ্ঠ প্রতিবেদক
০২ মে ২০২৫, ০৯:১৮ পিএম
মাদকের সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতারে করেছে র্যাব। তার নাম তারা খান (২৯)।
শুক্রবার (২ মে) সকালে রাজবাড়ীর খানখানাপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১০। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার।
র্যাব জানিয়েছে, তারা খান মাদক মামলা আসামি। এছাড়াও তিনি মাদক মামলার সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি। কিন্তু সাজা হওয়ার পর থেকে পলাতক ছিলেন তারা খান। তার নামে হওয়া মাদক মামলায় ছয় বছরের সাজা হয় তার।
র্যাব আরও জানায়, তারা খান রাজবাড়ী সদরের খোলাবাড়িয়া গ্রামের মৃত সামসুদ্দিন খানের ছেলে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআইকে/এমএইচটি