images

সারাদেশ

আ.লীগ নিষিদ্ধের দাবিতে আপ বাংলাদেশের বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি

০২ মে ২০২৫, ০৪:৫৫ পিএম

নরসিংদীতে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল হিসেবে নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ মে) জুমার নামাজের পরে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) নরসিংদী জেলার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি নরসিংদী উপজেলা মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে নরসিংদী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট ও গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধের দাবিতে বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, দুই সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে যেই ইন্টেরিম সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাদের কাছেই শহীদদের খুনিদের বিচারের দাবি জানাতে হচ্ছে, এটা অত্যন্ত লজ্জাজনক।

আরও পড়ুন

উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতা

আপ বাংলাদেশের সংগঠক ডা. জাহিদ হাসান বলেন, আমরা এখনও ইন্টেরিম সরকারকে ভালোবাসি। কিন্তু তারা এখনও আওয়ামী লীগের দাবিতে টালবাহানা করছে। তারা যদি ফ্যাসিস্ট লীগকে নিষিদ্ধ করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে তাহলে জুলাই অভ্যুত্থানের ছাত্র-জনতা আরেকটা জুলাই আন্দোলন গড়ে তুলবে।

আপ বাংলাদেশের সংগঠক অ্যাডভোকেট মুন্সী আব্দুল আলীম বলেন, দ্বিতীয় স্বাধীনতার প্রথম মুক্তাঞ্চল হচ্ছে নরসিংদী। নরসিংদীর বিপ্লবী ছাত্র-জনতা বেঁচে থাকতে বাংলাদেশে আওয়ামী লীগ কোনো রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে বিপ্লবীদের লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন আপ বাংলাদেশের নরসিংদী জেলা সংগঠক রুহুল আমিন সরকার ফয়সাল, রায়পুরা উপজেলা সংগঠক মেজর ফখরুল, শিবপুর থানা সংগঠক শেখ রাসেল, মাধবদী থানা সংগঠক আহসান জামিল প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন নরসিংদী সদর থানা সংগঠক এইচ এম মহসিন।

প্রতিনিধি/এসএস