জেলা প্রতিনিধি
০২ মে ২০২৫, ০২:২২ পিএম
মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি এলাকায় পূর্ব শত্রুতার জেরে সানা মাঝি নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১ মে) রাত ৩টায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত সানা মাঝি মধ্য মাকহাটি এলাকার মোহাম্মদ মাঝির ছেলে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মাকহাটি এলাকার সড়কের পাশ থেকে ক্ষত-বিক্ষত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহের বুকের ওপর একটি পাইপ গান পাওয়া যায়।
নিহতের স্ত্রীর দাবি, পারিবারিক পূর্ব শত্রুতার জেরে গতকাল বিকেল ৩টায় বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয় নিহত সানা মাঝিকে। পরে রাত ১১টার দিকে সড়কে মরদেহ পড়ে থাকার খবর পান তারা।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউল করিম জানান, রাত ৩টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে সানা মাঝিকে নিয়ে আসা হয়। এ সময় তার শরীরে ছিল একাধিক ক্ষতচিহ্ন।
বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/ এমইউ