images

সারাদেশ

মেঘনায় নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

০২ মে ২০২৫, ১১:২২ এএম

মুন্সিগঞ্জের চরকিশোরগঞ্জের মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কলেজছাত্র ইমাম হোসেন নয়নের (২৬) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলের কাছ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নিহতের লাশ উদ্ধার করে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে ডুবুরি দল এ উদ্ধার কাজে যুক্ত হয়ে বিকেলে ঘটনাস্থল থেকে নয়নের মরদেহ উদ্ধার করে। এদিকে লাশ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

নারায়ণগঞ্জ কলেজের স্নাতক (সম্মান) ৩য় বর্ষের ছাত্র নয়ন নারায়ণগঞ্জের কুড়েরপাড় গ্রামের জাকির হোসেনের ছেলে ও তিন ভাইয়ের মধ্যে সবার ছোট। নিহত নয়ন পড়াশোনার পাশাপাশি এশিয়া টেক কোম্পানিতে চাকরি করতো বলে জানিয়েছে পুলিশ।

নিহতের পরিবারের স্বজনরা জানান, গতকাল সহকর্মীদের সঙ্গে ছুটির দিনে বেড়াতে যান ‘মিনি কক্সবাজার’ হিসেবে পরিচিত মুন্সিগঞ্জের পাশের গজারিয়া ফেরিঘাট সংলগ্ন নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জে।

এ সময় দুপুর ৩টার দিকে ছয় বন্ধু গোসল করতে নামেন। হঠাৎ মেঘনায় হারিয়ে যান নয়ন। বন্ধুরা তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে কল করে সাহায্য চান। পরে উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিস, কোস্ট গার্ডসহ নৌ পুলিশের সদস্যরা। এরপর নিখোঁজের তিন ঘণ্টা পরে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

প্রতিনিধি/ এমইউ