images

সারাদেশ

পুকুরে গোসল করতে গিয়ে দুই বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি

০১ মে ২০২৫, ০৬:৩২ পিএম

নরসিংদীর শিবপুরে পুকুরে গোসল করতে নেমে  হাবিবা আক্তার (৯) এবং সোহা আক্তার (১০) নামে দুই শিশু নিহত হয়েছে। সম্পর্কে তারা দুইজন খালাত বোন।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার চক্রধা ইউনিয়নের সোনাকুরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাবিবা আক্তার মনোহরদী উপজেলার দৌলতপুরের বাবুল মিয়ার মেয়ে এবং সোহা আক্তার চক্রধা ইউনিয়নের সোনাকুড়া ইউনিয়নের আবুল কাশেমের মেয়ে।

আরও পড়ুন

মোহনগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবা এবং সোহা তাদের নানার বাড়িতে বেড়াতে এসে বৃহস্পতিবার দুপুরে তারা বাড়ির পাশের মজিবুর রহমানের পুকুরে গোসল করতে যায়। গোসল করতে পানিতে নেমে এক সময় ডুবে যায়। এক পর্যায়ে তাদের লাশ ভেসে উঠলে স্থানীয়রা দেখে লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শিবপুর মডেল থানের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

শিবপুর থানার উপ পরিদর্শক (এস আই) রোমান মুন্সি জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস