উপজেলা প্রতিনিধি
০১ মে ২০২৫, ০৫:০০ পিএম
জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, প্রতিবছর পহেলা মে শুধু পালন করলে হবে না, ইসলামি শ্রমনীতি প্রতিষ্ঠা করার মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হবে।
বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় কাঁচপুর বাসস্টপে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে কণ্ঠকে উচ্চকিত করতে হবে। শ্রমজীবী মানুষের ওপর চলা নির্যাতন নিপীড়ন বন্ধ করতে এই দিন থেকে আমাদের প্রেরণা গ্রহণ করতে হবে। আগামী দিনে শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে শিকাগোর সংগ্রামের মত ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেশবাসীসহ শ্রমজীবী মানুষদের এই দিনকে যথাযথ মর্যাদায় পালনের আহ্বান করছি, পহেলা মে শুধু পালন করলে হবে না। শ্রমিকদের সকল ন্যায্য দাবি মেনে নিতে হবে। শ্রমিকদের জীবনের নিরাপত্তা দিতে হবে। চাকরি ও মজুরির নিশ্চয়তা দিতে হবে।
তিনি বলেন, আজকে শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে আছে। শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। বিনামূল্যে চিকিৎসা দিতে হবে। শ্রমিকদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকদের জন্য মানসম্মত আবাসনের ব্যবস্থা করতে হবে।
পহেলা মে বৃহস্পতিবার সকাল ৯টায় কাঁচপুর বাসস্ট্যান্ডে লক্ষাধিক লোক নিয়ে শ্রমীক সমাবেশ ও র্যালি করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সংক্ষিপ্ত সমাবেশ শেষে কাঁচপুর থেকে মদনপুর পর্যন্ত মিছিল হয়। মিছিলে জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁ শাখার বিভিন্ন নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবির লোকজন অংশগ্রহণ করেন।
প্রতিনিধি/ এজে