images

সারাদেশ

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে মে দিবস পালন

জেলা প্রতিনিধি

০১ মে ২০২৫, ০২:৫৬ পিএম

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় খাগড়াছড়ি শহরের টাউন হল মাঠ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে এ র‌্যালি শুরু হয়।

সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে র‌্যালিটি শাপলা চত্বর প্রদক্ষিণ করে আবার টাউন হল মাঠে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ.বি.এম. ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরোফিন জুয়েল, জেলা বন বিভাগের কর্মকর্তা মো. ফরিদ মিয়া, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান ওয়েন চাকমা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ. এম. প্রফুল্লসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

প্রতিনিধি/একেবি