জেলা প্রতিনিধি
০১ মে ২০২৫, ০২:৫৫ পিএম
মেহেরপুরের গাংনী বাজার মসজিদের সামনে দি মুজিব হারবাল ঔষধালয়ের পুরানো বিল্ডিংয়ের ছাদ ও দেয়াল ধসে আমজাদ হোসেন (৬০) নামের এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছে তার স্ত্রী রহিমা খাতুন (৫০)।
![]()
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আমজাদ হোসেন গাংনী উপজেলার বাওট গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে।
গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করে জানান, গাংনী বাজারে পৌরসভার ড্রেনেজ উন্নয়নের কাজ চলছে। নির্মাণাধীন ড্রেনের পাশে দি মুজিব হারবাল ঔষধালয়ের পুরানো বিল্ডিংয়ের ছাদের নিচে ভিক্ষুক আমজাদ হোসেন ও তার স্ত্রী রহিমা খাতুন রাতে শুয়েছিল।
![]()
বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই পুরানো বিল্ডিংয়ের ছাদ ধসে আমজাদ হোসেন ও তার স্ত্রীর শরীরের ওপরে পড়লে তারা ছাদ ও দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
আরও পড়ুন
কুষ্টিয়ায় চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. বিডি দাস তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেন। সেখানে আমজাদ হোসেনের অবস্থার অবনতি দেখা দিলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনার কারণ উদঘাটন করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
প্রতিনিধি/এসএস