images

সারাদেশ

সীমান্তে ২১ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য আটক

জেলা প্রতিনিধি

০১ মে ২০২৫, ০৭:৪৬ এএম

সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২১ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। এর মধ্যে রয়েছে ভারতীয় বাসমতি ও সিদ্ধ চাল, চিনি, মদ, গাঁজা, ইস্কফ সিরাপ এবং বাইসাইকেল। 

বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে এ বিষয়টি নিশ্চিত করেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

তিনি জানান, ২৯ ও ৩০ এপ্রিল  শ্রীমঙ্গল, চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ছয়টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। তার মধ্যে ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে কৌশলগত অবস্থান নেয়। 

একপর্যায়ে সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাককে থামার সংকেত দিলে চালক ট্রাকটি রেখে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় বাসমতি ও সিদ্ধ চাল উদ্ধার করা হয়।

এছাড়া কাকমারাছড়া, বাল্লা, ওইবিল, তেলিয়াপাড়া ও হরিণখোলা বিওপি'র আওতাধীন সীমান্তবর্তী এলাকায় পৃথক পাঁচটি অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় চিনি, মদ (৯৮ বোতল), ইস্কফ সিরাপ (৫০ বোতল), গাঁজা (ছয় কেজি) এবং বাইসাইকেল আটক করা হয়।

আটককৃত সব পণ্য এবং মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক শ্রীমঙ্গল, চুনারুঘাট ও মাধবপুর থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ