images

সারাদেশ

সীতাকুণ্ডে চন্দ্রনাথ ধাম পাহাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি

৩০ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ ধাম পাহাড় থেকে অজ্ঞাত (৪২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) সকালে চন্দ্রনাথ পাহাড়ের বিরুপাক্ষ মন্দির থেকে ৩০০ গজ নিচে থেকে এই লাশ উদ্ধার করা হয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়রা চন্দ্রনাথ পাহাড়ের বিরুপাক্ষ মন্দির থেকে তিনশত গজ দূরে একটি অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি তবে নাক এবং মুখে রক্ত দেখা গেছে।

সীতাকুণ্ড থানার ওসি তদন্ত আলমগীর রহমান বলেন, উপজেলার চন্দ্রনাথ পাহাড় থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।  

প্রতিনিধি/এজে