জেলা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৫, ০৬:২৩ পিএম
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় অতিরিক্ত মাত্রায় হর্ন বাজানোর অভিযোগ আট ট্রাক চালককে জরিমানা করা হয়।
বুধবার (৩০ এপ্রিল) সদর উপজেলার গৌরীপুর এলাকায় এ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মোহাম্মদ।
এসময় শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ লংঘনের দায়ে আট জন ট্রাক চালককে আট হাজার ৭শ টাকা জরিমানা ও আদায়সহ ১৫টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।
সুশীল কুমার দাস বলেন, পরিবেশ সুরক্ষায় এমন অভিযান অব্যহত থাকবে।
অভিযানে জেলা পুলিশের একদল সদস্য সহযোগিতা করেন। এ সময় বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
প্রতিনিধি/এজে