images

সারাদেশ

তিন হত্যা মামলায় গাজীপুর আদালতে দীপু মনি, কামরুল, পলকসহ চারজন

জেলা প্রতিনিধি

৩০ এপ্রিল ২০২৫, ০২:৫৪ পিএম

গাজীপুর গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলার সাবেক মন্ত্রী দীপু মনি, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গাজীপুর মেট্রোপলিটন আদালত ৩ আদালতে আনা হয়।

thumbnail_Screenshot_20250430_142015_Gallery

গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক ওমর হায়দার আদালতে হাজির করে শুনানি করা হয়। শুনানি শেষে শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

আরও পড়ুন

আমানউল্লাহ আমানের ১৩ বছরের কারাদণ্ড বাতিল

আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় ৬ জন নিহত হন। এ ঘটনায় মেট্রোপলিটন গাছা থানায় আলাদা তিনটি হত্যা মামলা দায়ের করা হয়। এসব মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নাম থাকায় সকালে কারাগার থেকে তাদের কারাগার থেকে পুলিশ প্রিজন ভ্যানযোগে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

thumbnail_Screenshot_20250430_142109_Gallery

প্রতিনিধি/এসএস