images

সারাদেশ

কুমিল্লার গ্রামীণ প্রকৃতিতে সোনালু ফুলের চোখধাঁধানো সৌন্দর্য

২৯ এপ্রিল ২০২৫, ১০:০৪ পিএম

গ্রীষ্মের শুরুতেই কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সড়কপথ, পুকুরপাড় ও বাড়ির আঙিনায় ঝুলে থাকা সোনালি সোনালু ফুলের দৃশ্য স্থানীয়দের মন কেড়েছে। ঝাড় লণ্ঠনের মতো থোকায় থোকায় ঝুলে থাকা এই ফুল শুধু প্রকৃতির নয়, মানুষের মনেও আনন্দের সঞ্চার ঘটাচ্ছে।

সব বয়সী মানুষ—শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত—এই সোনালি ফুলের সৌন্দর্যে মুগ্ধ। শিশুরা ঝরে পড়া ফুল কুড়িয়ে খেলছে, নারীরা ফুল দিয়ে চুল সাজাচ্ছেন, আর প্রকৃতিপ্রেমীরা ছবি তুলতে গাছের নিচে জড়ো হচ্ছেন। গ্রীষ্মকালীন শুষ্ক প্রকৃতিতে এই রঙের ছোঁয়া যেন এক অনন্য প্রশান্তি এনে দিয়েছে।

এই ফুল ফোটে মাঝারি আকৃতির একটি গাছে, যার বৈজ্ঞানিক নাম ক্যাসিয়া ফিস্টুলা। ইংরেজি নাম গোল্ডেন শাওয়ার ট্রি। এটি ভারত, বাংলাদেশ এবং মিয়ানমারসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার (দক্ষিণ-পূর্ব এশিয়া) একটি স্থানীয় উদ্ভিদ।

sunal-flowar-3
সোনালু ফুলে রঙিন কুমিল্লার প্রকৃতি। ছবি: ঢাকা মেইল

প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এই গাছের রয়েছে গুরুত্বপূর্ণ ভেষজ গুণ। স্থানীয় ইউনানি (ইউনানি) চিকিৎসক ডা. সোহেল রানা জানান, ‘সোনালু গাছের পাতা, বাকল, ফুল ও ফল বহু রোগে ব্যবহৃত হয়। বিশেষ করে ডায়রিয়া (ডায়রিয়া), বহুমূত্র, চর্মরোগ, ইনফেকশন (ইনফেকশন), গ্যাস্ট্রিক (গ্যাস্ট্রিক), অ্যাজমা (অ্যাজমা), এমনকি বিষাক্ত পোকামাকড়ের কামড়েও এটি কার্যকর। ইউনানি ওষুধে এর বেশ চাহিদা রয়েছে।’

বন বিভাগের পক্ষ থেকেও এই গাছের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। ব্রাহ্মণপাড়া উপজেলার বন কর্মকর্তা মাহবুব আলম বলেন, ‘নালু গাছ শুধু শোভা বর্ধন করে না, এর উজ্জ্বল হলুদ ফুল মৌমাছি ও প্রজাপতিকেও আকৃষ্ট করে, যা পরাগায়নের (পলিনেশন) জন্য সহায়ক। এ ছাড়া এটি পাখিদের আশ্রয়স্থল হিসেবেও কাজ করে।’

তিনি আরও বলেন, ‘পজেলার বিভিন্ন সড়কের পাশে সোনালু, কৃষ্ণচূড়া এবং পলাশ (পলাশ) গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাতে এলাকায় শোভা বৃদ্ধি পায় এবং পরিবেশগত ভারসাম্য বজায় থাকে।’

স্থানীয় শিক্ষার্থী কানিজ হুমায়রা মারিয়া জানান, ‘মার বাড়ির পাশে একটি সোনালু গাছ আছে। প্রতিদিন সকালে ফুলের ঘ্রাণ ও ঝরে পড়া ফুল দেখে মন ভালো হয়ে যায়। মনে হয়, পুরো গাছটাই যেন একটা বিশাল ফুল হয়ে উঠেছে।’

sunal-flowar-2
সারি সারি গাছে সোনালু ফুলের দৃষ্টিনন্দন রূপ মোহিত করছে লোকজনকে

সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা জেলা শাখার সভাপতি মো. আলমগীর খান বলেন, ‘নালু ফুল প্রকৃতিকে মোহনীয় করে তোলে। এ ফুল ফুটলে মানুষ প্রকৃতির দিকে আরও বেশি আকৃষ্ট হয়, মন জুড়িয়ে যায়।’

স্থানীয়দের ভাষ্যমতে, সোনালু ফুলের সৌন্দর্য শুধু দৃষ্টির আনন্দ নয়, এটি এখন তাদের জীবনের অংশ। বিয়ের গয়না বা অনুষ্ঠানের সাজেও অনেকে ব্যবহার করছেন এই ফুল। কেউ কেউ আবার বাড়ির উঠানে ঝরে পড়া ফুল দিয়ে শিশুদের খেলনা তৈরি করে দিচ্ছেন।

প্রতিনিধি/একেবি