images

সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় নিহত ১

জেলা প্রতিনিধি

২৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৯ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর ষোলঘর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।  

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, এক্সপ্রেসওয়ের ষোলঘর যাত্রী ছাউনির কাছে একজন পথচারী সড়ক পারাপার হওয়ার সময় একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নিহতকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলে প্রাণ যায় ওই বৃদ্ধের। 

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে, নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, যাত্রীবাহী মিজান পরিবহনের একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয় ওই বৃদ্ধ। তবে নিহতের নাম পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে,পরিচয় শনাক্ত হলে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/ এজে