images

সারাদেশ

হবিগঞ্জে হাওড়ে বজ্রপাতে কৃষক নিহত

জেলা প্রতিনিধি

২৮ এপ্রিল ২০২৫, ০৮:৫৩ পিএম

হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষক নিহত ও তিনজন আহত হয়েছেন।

সোমবার (২৮ এপ্রিল) সকালে বৃষ্টির সময় হাওড়ে এ ঘটনা ঘটে।

হবিগঞ্জের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আজাদুর রহমান জানান, সোমবার সকালে বজ্রসহ বৃষ্টিপাত হলে বানিয়াচং উপজেলার আড়িয়ামুগুর গ্রামের কালবাসী দাশের ছেলে দূর্বাসা দাশ (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় তার ভাই ভূষণ দাশ (৩৪) ও বোন সুধন্য দাশ (২৮)।

এছাড়া বজ্রপাতে বানিয়াচং উপজেলার বাগহাতা গ্রামের নুরুল ইসলামের ছেলে বায়েজিদ মিয়া (১৩) আহত হয়।

তিনি জানান, হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতের পরিবারকে ২০ হাজার টাকা প্রদান করা হবে।