জেলা প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৫, ০২:০১ এএম
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রিয়াদ হাসানকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে। বর্তমানে মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এ ঘটনা ঘটে।
রিয়াদ জেলার গাবতলী উপজেলার শালুকগাড়ী এলাকার বাসিন্দা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলার আহ্বায়ক মাহমুদুল হাসান জানান, ঘটনার সময় রিয়াদ খেলার মাঠে আড্ডা দিচ্ছিলেন। এ সময় জেলা বিএনপির সদস্য ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুকের ছেলে সিফাতের সঙ্গে তার কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে সিফাত রিয়াদের মাথায় আঘাত করে পাশের মসজিদের ভেতরে আশ্রয় নেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মসজিদের সামনে অবস্থান নেন। খবর পেয়ে সদর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
তিনি আরও বলেন, “পুলিশের উপস্থিতিতেই অভিযুক্ত সিফাতকে উদ্ধার করে নিয়ে যান তার বাবা ফারুকসহ কয়েকজন বিএনপি নেতা। এতে আমরা ক্ষুব্ধ।”
এ বিষয়ে সদর ফাঁড়ির পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, “মারধরের ঘটনা শুনেছি। পুলিশের উপস্থিতিতে অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়েছে কিনা, সে বিষয়ে আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রতিনিধি/ এমইউ