images

সারাদেশ

নিখোঁজের ১ দিন পর যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি

২৭ এপ্রিল ২০২৫, ১০:৫৮ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজের এক দিন পর রেললাইন থেকে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) সকালে উপজেলা রেলগেট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহত ইকবাল হোসাইন (৩০) উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট এলাকার বড়চেগ গ্রামের এলাইচ মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৬ এপ্রিল) ইকবালের সঙ্গে তার পরিবারের লোকজন যোগাযোগ করতে পারছিল না। পরে কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা। রেললাইন থেকে উদ্ধারকৃত মরদেহের চেহারা এবং জিডি করা নিখোঁজ ইকবালের ছবির সঙ্গে মিল পাওয়া গেছে।

নিহতের স্বজনরা জানান, ইকবাল তার শ্বশুরবাড়ি কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে বেড়াতে গিয়েছিল। শনিবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন। পরে কমলগঞ্জের বড়গাছ এলাকায় রেললাইনের পাশে হাত-পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ স্বজনদের। 

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার জানান, উদ্ধার করা মরদেহ থেকে পা বিচ্ছিন্ন হয়ে গেছে। পুরো শরীর ছিন্নভিন্ন অবস্থায় রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা; সেটি ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের মাধ্যমে জানা যাবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

প্রতিনিধি/ এমইউ