images

সারাদেশ

প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 

জেলা প্রতিনিধি

২৭ এপ্রিল ২০২৫, ১০:২৯ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে তিন হাজার ৯৭৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর সদস্যরা।

রোববার (২৭ এপ্রিল) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেফতার খোকন মিয়া (৫৫) নোয়াখালী জেলার সুধারাম থানার চর ষোলকিয়া গ্রামের মৃত মোজাফ্ফর আহম্মেদের ছেলে।

রোববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২'র সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. উসমান গণি। 

তিনি বলেন, ভোররাতে মাদকের একটি বড় চালান মহাসড়ক দিয়ে পাচার হচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কের রায়গঞ্জের চান্দাইকোনার মা ফুড গার্ডেন হোটেল এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় তিন হাজার ৯৭৬ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খোকন মিয়াকে গ্রেফতার করা হয়। এছাড়াও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং নগদ ৬১২৫ টাকা জব্দ করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘ দিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছেন।

প্রতিনিধি/ এমইউ