images

সারাদেশ

হাসিনা ফুড ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

২৭ এপ্রিল ২০২৫, ০৪:৫২ পিএম

অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণ করার অপরাধে হাসিনা ফুড ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও সংরক্ষণের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ধারা ৪৩ অনুযায়ী এনামুল হকের প্রতিষ্ঠান মেসার্স হাসিনা ফুড ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জরিমানার টাকা আদায়ও করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। পাশাপাশি ত্রুটি সংশোধনের নির্দেশনা প্রদান করে প্রতিষ্ঠানটিকে আগামীকাল পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিনিধি/ এমইউ