জেলা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ পিএম
হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জদের সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স প্রস্তুতসহ ডিজিটাল জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত ৪ জন আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।
তিনি বলেন, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার পুলিশ সুপার ও ওসিদের স্বাক্ষর জাল করে একটি সংঘবদ্ধ চক্র ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করে বিদেশগামী যাত্রীদের প্রতারিত করে আসছিল। জনৈক মো. স্বাধীন আহমেদ রবিন নামে একজনের নামে জাল একটি পুলিশ ক্লিয়ারেন্সের ফটোকপির সূত্র ধরে তিনি ডিবির অফিসার ইনচার্জকে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
তদন্তে জানা যায়, ঢাকার বনানীতে অবস্থানরত ম্যানপাওয়ার ব্যবসায়ী মো. সেলিম আহমেদ (বাড়ি নং-৫৮, রোড-৭/এ, ব্লক-এইচ, বনানী, ঢাকা) ও অজ্ঞাতনামা কয়েকজন মিলে একটি চক্র গড়ে তুলেছেন, যারা নিয়মিতভাবে ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স প্রস্তুত করে আসছিল।
এর প্রেক্ষিতে ২৪ এপ্রিল ভোরে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল ডিএমপির অপরাধ ইউনিট, সাইবার ইউনিটসহ বিভিন্ন বিশেষায়িত সংস্থার সহযোগিতায় ঢাকায় টানা ৭২ ঘণ্টার অভিযান পরিচালনা করে।
অভিযানে প্রতারণার সঙ্গে জড়িত মো. সেলিম আহমেদকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে মো. খালিদুর রহমান, মো. রুকুনুর আলম ও মো. সুমন মিয়াকে গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন, ১টি হার্ডডিস্ক, ৫টি পাসপোর্ট ও ভুয়া পুলিশ ক্লিয়ারেন্সের কপি উদ্ধার ও জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, চক্রটি দীর্ঘদিন ধরে সারাদেশে ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স, জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সনদপত্র, কললিস্ট (সিডিআর), সিম লোকেশন সংগ্রহসহ নানা ধরনের প্রতারণামূলক কাজ করে আসছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আরও তথ্য সংগ্রহের জন্য তাদের পুলিশ রিমান্ডের আবেদন করা হবে। চক্রটির অন্যান্য পলাতক সদস্যদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/একেবি