জেলা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৫, ০৭:৪১ পিএম
নিজ ঘরে আইপিএস সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জসিম উদ্দিন (৫৭) নামে এক গৃহকর্তার মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) বেলা ৩টার দিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ডমুরুয়া গ্রামের মোসলেম উদ্দিন মোক্তার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জসিম উদ্দিন ওই বাড়ির মৃত অহিদুর রহমানের ছেলে।
নিহতের স্বজন আবু সাঈদ জানান, দুপুরের খাবার শেষে নিজ ঘরে আইপিএস লাইনের সংযোগে সমস্যা দেখা দেয়। ঠিক করতে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন জসিম। ঘরের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার রয়েছে। এক ছেলে ও এক মেয়ের জনক জসিম উদ্দিনের মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিনিধি/এসএস