images

সারাদেশ

পাওয়ার ট্রিলারচাপায় কাঠ ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি

২৬ এপ্রিল ২০২৫, ০৫:১২ পিএম

নরসিংদীর মনোহরদীতে পাওয়ার ট্রিলারের চাপায় মোক্তার ব্যাপারী (৫৫) নামে কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) সকাল এগারটার দিকে উপজেলার লেবুতলা ইউনিয়নের তারাকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোক্তার ব্যাপারী ওই এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে। পেশায় একজন কাঠ ব্যবসায়ী।

আরও পড়ুন

নিখোঁজের ২ দিন পর সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মোক্তার ব্যপারী তার নিজের জমিতে ধানের কাজ করছিল। এসময় ধান বাড়িতে নেওয়ার কাজে ব্যবহৃত পাওয়ার ট্রিলার নিয়ন্ত্রণ হারিয়ে তার ওপর দিয়ে চলে যায়। পাওয়ার ট্রিলারের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মনোহরদী থানার এসআই মেহেদি হাসান জানান, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি।

প্রতিনিধি/এসএস