images

সারাদেশ

নাটোরে মিথ্যা মামলার অভিযোগে শিক্ষকের সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি

২৬ এপ্রিল ২০২৫, ০২:৪৭ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও বিভিন্ন দফতরে ভিত্তিহীন অভিযোগ প্রেরণের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মদ রেজাউল করিম নামে এক কলেজ শিক্ষক। 

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে নাটোর শহরের একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ রেজাউল করিম বলেন, বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের আখতারুজ্জামান হীরার ছেলে আসফাক আহমেদ রাজশাহীর পদ্মা আবাসিক এলাকার ৩ নম্বর ব্লকে ‘ডক্টর এইচ’ নামের একটি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৩০ জন যুবকের কাছ থেকে প্রায় এক কোটি টাকা আদায় করেন। তার দাবি, এই অর্থগ্রহণের শিকারদের একজন তার ফুফাতো ভাইয়ের ছেলে রাকিব হোসেন, যিনি চাকরির আশ্বাসে আসফাককে ৫ লাখ টাকা দেন।

চাকরি না পেয়ে টাকা ফেরত চাইলে আসফাক আহমেদ তার মা আনোয়ারা বেগমের নামে একটি চেক দেন। কিন্তু ব্যাংকে চেক জমা দিলে জানা যায়, অ্যাকাউন্টে কোনো টাকা নেই। এরপর আসফাকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে উকিল নোটিশ পাঠানো হয়।

রেজাউল করিম অভিযোগ করেন, এ ঘটনার জেরে প্রতিশোধপরায়ণ হয়ে আসফাক আহমেদ তার ছোট ছেলের গায়ে আঘাতের ঘটনা দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে সিংড়া এলজিইডিতে কর্মরত রেজাউলের ভাই মো. রফিকুল ইসলামের বিরুদ্ধেও ভিত্তিহীন জিডি করেন এবং বিভিন্ন সরকারি দফতরে মিথ্যা অভিযোগ পাঠিয়ে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগী রাকিব হোসেন বলেন, ‘আমাকে অফিস সহকারী পদে চাকরি দেওয়ার কথা বলে ৫ লাখ টাকা নেয়া হয়। পরে টাকা ফেরত চাইলে উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে গ্রেফতার করানো হয়। আমি প্রতারকের বিচার চাই।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আসফাক আহমেদ টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ‘আমার মা কিডনি ক্যান্সারের অপারেশনের সময় রাকিবের বাবার কাছ থেকে সুদে টাকা নিয়েছিলেন। সেই টাকা সুদসহ ফেরত দেওয়া হয়েছে এবং তা প্রমাণ করার দলিল আমার কাছে রয়েছে।’

এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে প্রতারক আসফাক আহমেদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম।

প্রতিনিধি/একেবি