বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৬ এপ্রিল ২০২৫, ০২:৩৬ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের উদ্যোগে ভর্তি পরীক্ষায় আসা ছাত্রী ও নারী অভিভাবকদের জন্য নামাজের স্থানের ব্যবস্থা করা হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এ ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে রাবি ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহবায়ক সরদার জহুরুল বলেন, আমাদের সেবার মধ্যে মোবাইল ফোনে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ, প্রাথমিক চিকিৎসা সেবা বুথ, নারীদের নামাজ পড়ার ব্যবস্থা, ট্রাফিক সেবা, অভিভাবকদের অবসর সময় কাটাতে পত্রিকা, চা-বিস্কুট পানি, ফুল, কলমসহ শিক্ষার্থীদের সেবায় কয়েকটি বুথ রয়েছে। ছাত্রদলের কার্যক্রম শিক্ষার্থীবান্ধব ও সুশৃঙ্খল। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ পরিস্থিতি ভালো রাখতে আমরা সবসময় তৎপর, আমরা সেবার মাধ্যমেই নিজেদের পরিচয় তুলে ধরতে চাই শিক্ষার্থীদের মাঝে।
রাবি ছাত্রদল নেত্রী জান্নতুন নাঈম তুহিনা বলেন, আজ রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে এক অভিভাবক অসুস্থ হয়ে পরলে আমরা ছাত্রদলের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাই। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। আজ এখন পর্যন্ত যতরকম সেবা দিয়েছি, এর মধ্যে এই ঘটনাটি আমাদের সবচেয়ে বেশি তৃপ্তি দিয়েছে। অসুস্থ আন্টি কিছুটা সুস্থ হলে আমাদের জন্য দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রতিনিধি/টিবি