images

সারাদেশ

আগামী ৪০ বছরেও আ.লীগের ক্ষমতায় আসার সুযোগ নেই: টুকু

জেলা প্রতিনিধি

২৫ এপ্রিল ২০২৫, ০৮:২৮ পিএম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ৫ আগস্টের পর যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। বিগত ১৬ বছর অনেক নির্যাতন, খুন ও গুম করেছে। তারাই আজ দেশ থেকে পালিয়েছে। এটাই আল্লাহুর বিচার। তাই যতই চেষ্টা করুক, আগামী ৪০ বছরেও আ.লীগের ক্ষমতায় আসার সুযোগ নেই।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে কাজিপুর উপজেলা মাঠে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

thumbnail_1000017361

বিএনপি নেতা টুকু আরও বলেন, দীর্ঘদিন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। মন খুলে কথা বলতে পারেনি। আমি বিশ্বাস করতে চাই, কাজিপুরের মানুষের মনে মূল্যবোধের জন্ম হয়েছে। তাই আগামীতে যার হাতে ধানের শীষ দেখবেন তাকেই ভোট দেবেন।

তিনি আরও বলেন, ১৬ বছর বিএনপি কথা বলতে পারেনি। এটাই ফ্যাসিবাদী আওয়ামী লীগ। মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন। এরা আবার ফিরেও আসতে চাইলে পিটিয়ে বিদায় করবেন। এই দেশে বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই।

thumbnail_1000017363

জনসভায় প্রধান বক্তা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি দেশের জন্য, দেশের মানুষের জন্য রাজনীতি করে, গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতি করে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হয়, তাহলে খালেদা জিয়া ও তারেক রহমান এবং বিএনপিকে ভয় পান কেন, নির্বাচন দিলেই বিএনপির বিপুল জনপ্রিয়তা বুঝতে পারবেন।

আরও পড়ুন

শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আ.লীগের সাথে নয়: টুকু

তিনি আরও বলেন, আওয়ামী লীগের লুটেরাদের হাতে কালো টাকা রয়েছে। তারা কালো টাকা দিয়ে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করতে চায়, কিন্তু সংগ্রামী জনগণকে সদাজাগ্রত রয়েছে। তারা গণহত্যাকারী ফ্যাসিস্টদের কোনো ষড়যন্ত্রই বাস্তবায়ন করতে দিবে না।

FB_IMG_1745589897312

কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি বেগম রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য কণ্ঠশিল্পী কনক চাঁপা ও নাজমুল হাসান তালুকদার রানা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. রবিউল হাসান প্রমুখ।

প্রতিনিধি/এসএস