উপজেলা প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৫, ০৭:৩০ পিএম
মিরসরাইয়ে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় আবুল কাশেম (৬০) নামের এক পথচারী নিহত হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হাদিফকিরহাট কাজী গ্রাম রাস্তায় মাথায় এই দুর্ঘটনা ঘটে
নিহত কাশেম উপজেলার ওয়াহেদপুর (১৫ নম্বর) ইউনিয়নের গাছ বাড়িয়া এলাকার হোসেন মাস্টার বাড়ির এবাদুর রহমানের ছেলে। এই ঘটনায় মোটরসাইকেল আরোহী আরোহী আহত হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে হাদিফকিরহাট বাজার থেকে পরিবারের নিত্যপ্রয়োজনী সামগ্রী নিয়ে বাড়ি ফিরছিলেন আবুল কাশেম। এসময় বাড়ির রাস্তার মাথায় দ্রুতগতির একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে কাশেমের গায়ের ওপর ছিটকে পড়ে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
যোগাযোগ করা হলে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। তবে এটি হাইওয়ে পুলিশের আওতাধীন। এই বিষয়ে কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মামুন বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস